খবর

তাইমুন পিয়া

আটপৌরে দুঃখগুলোর বয়স বেড়ে মহিরুহ হয়েছে,
নাগরিক ল্যাম্পপোস্টের বাতি বদল
হয়েছে, অসংখ্যবার।
শহরের ঘরে ঘরে কষ্টের মড়কে আহত মানুষের
কাতর কান্নায় রাষ্ট্র গ্রহণ করেছে টেকসই নীতিমালা।

হররোজ পত্রিকার পাতায় পরমাণু
বোমা, রাষ্ট্রীয় অবরোধ, অস্কারের লাল গালিচায় হার্টথ্রব গাউন!
তাবৎ ভাংগা গড়ার খবরে সয়লাব।
খবর হয় বৃটেনের রাণীর হাতের গ্লাভস, ভ্যানিটি ব্যাগের সাংকেতিক
ইশারা।
জোলি’র কর্তিত স্তন তাকে কতটা
বিমর্ষ করে প্রতিদিন!
দেশ বিদেশ ঘুরে আসি শব্দে বর্ণে খবরে।
থমকে দাঁড়াই শেষে এই নগরে এসেই,
এই নগরেই বসন্ত যায়,
বর্ষা আসে, বৃষ্টিতে ডুবে যায় প্রতিজ্ঞার চিঠিপত্র,
হারিয়ে যায় কুয়াশাময় শীতকাল ধূলিধূসরিত
আকাশে মরীচিকা খেলা করে…
কারণ তোমাকে দেখি না বহুকাল!