রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

জনেশ লোটন রায়, প্রধান সম্পাদক

পঁচিশে বৈশাখ। আজ আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশত ঊনষাটতম জন্মদিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশাল, বিচিত্র, সমৃদ্ধ; মানুষের সমগ্র অনুভূতি নিয়ে  যার শিল্পিত কারুকাজ  – এমন বিশ্বমানবকে শ্রদ্ধা জানানোর মতো বিপুলতা আমাদের নেই। তা সত্ত্বেও আমাদেরই মানুষ বলে বড় সাহস করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কীর্তনখোলা প্রকাশনা’র পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে শান্তিনিকেতনে আমার দিনগুলো  নামে একান্ত নিবিড় অনুভুতিপূর্ণ লেখা প্রকাশ করা হলো। একজন বৃটিশ লেখক জন ওয়েবার যাঁর সাথে আমার ব্যক্তিগতভাবে দীর্ঘবছরের সখ্যতা, এবং জানতাম তিনি ১৯৬৮-১৯৮৯ খ্রিস্টাব্দ একবছরের জন্য শান্তিনিকেতনের স্কুলে ইংরেজী সাহিত্য এবং ইতিহাস পড়াতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটি লেখার জন্য অনুরোধ করলে তিনি এ লেখাটি কীর্তনখোলায়  প্রকাশের জন্য পাঠান। তাঁর কাছে কীর্তনখোলা  কৃতজ্ঞ।