‘মা’ দিবস-ক্ষমা চাই

শ্যামসন বুড়ন, নির্বাহী সম্পাদক

বিয়ে শাদী করে সন্তান জন্মদান করে যে নারী, সেই হল মা। এ প্রথাগত ধারণার বাইরে গিয়ে একজন নারী কি ‘মা” হতে পারে না?

নারী মানেইতো সৃষ্টিকর্তা। সে সৃষ্টি করে। প্রাণকে ধারণ করে, লালন-পালন করে। কিন্তু নিজে সন্তান সৃষ্টি না করেও তো মা হতে পারে; হওয়া যায়। হোক সে সন্তান উৎপাদনে অক্ষম অথবা অবিবাহিত।

ম্যাস্কিম গোর্কীর ‘মা’, নোবেল জয়ী মাদার তেরেজা, আমাদের মুক্তিযুদ্ধের গর্বিত মা-জাহানারা ইমাম; তাদের সহ সব মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা।

আরও ভালবাসা, যাদের রক্তজাত সন্তান নেই, অথচ দত্তক নিয়েছেন অন্য শিশুকে! হোক সে বৈধ বা অবৈধ। মা যে!
সব নারী স্বপ্ন দেখে, একদিন তার ছেলে হবে; নাম রাখবে র্অক অথবা মেয়ে হলে চারুলতা-তারাওতো মা! মাতৃত্বের এই স্বপ্ন ও অহংকারকে আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা করি।

# নির্যাতনকারী, ধর্ষক পুরুষদের পক্ষ্য থেকে সব মায়েদের কাছে ক্ষমা প্রার্থনা করছি!