যৌবতী চাঁদের ঝিলিক জোছনায়
পোয়াতী জল কেটে চলে নাইওরি নাও—
ছলাৎছল।
লগির ঘর্ষণে চিরে যায় ফেনিল ঢেউয়ের
মশৃন পলল।
তুমি যৌবনবতী নাইওরী—
নায়ের মাঝি মরদ এক।
একসময় দুষ্টু চাঁদ হেরে যায়
প্রভাত বেলায়।
তৃপ্তির ঘুম ভাঙে নাইওরীর
পিচ্ছিল ঘাটলায়!
যৌবতী চাঁদের ঝিলিক জোছনায়
পোয়াতী জল কেটে চলে নাইওরি নাও—
ছলাৎছল।
লগির ঘর্ষণে চিরে যায় ফেনিল ঢেউয়ের
মশৃন পলল।
তুমি যৌবনবতী নাইওরী—
নায়ের মাঝি মরদ এক।
একসময় দুষ্টু চাঁদ হেরে যায়
প্রভাত বেলায়।
তৃপ্তির ঘুম ভাঙে নাইওরীর
পিচ্ছিল ঘাটলায়!