কথা ছিল এ বৈশাখে কীর্তনখোলা সাহিত্যপত্র প্রেস মিডিয়ার পাশাপাশি অনলাইন সংস্করণে যাবে। কীর্তনখোলা সাহিত্যপত্র সে কথা রেখে বিশ্ব পাঠকের সাথে সংযুক্ত হলো। বিশ্ব পাঠকদের কাছে পৌঁছানোর একটি আলাদা আনন্দ, সুখ ও তৃপ্তি যেমন রয়েছে, তেমনি রয়েছে ঝুঁকি, দায়বদ্ধতা ও যথাযথ মান রক্ষা করা বা বজায় রাখার মতো পরিপক্কতা। যাত্রা শুরুর প্রচেষ্টার সে বীজ বপিত হলো মাত্র। একই সাথে পরিপক্কতার জন্য যে পরিচর্যা বা দায়িত্বের প্রয়োজন – সে অঙ্গীকার রইলো। কীর্তনখোলা সাহিত্যপত্র যেভাবে বিশ্ব পাঠকদের সাথে যুক্ত হলো, একইভাবে বিশ্বমানের লেখকদের সাথেও যুক্ত হয়ে তাদের মননশীল লেখা প্রকাশ করে লেখক ও পাঠকদের মাঝে মেলবন্ধন বা সম্পর্ক রচনা করতে চায়।
কেন কীর্তনখোলা সাহিত্যপত্রের অনলাইন যাত্রা? কীর্তনখোলা ১৯৮৩ সাল হতে প্রেস মিডিয়াতে যাত্রা শুরু করেছিল – বরিশালের কীর্তনখোলা র তট থেকে। সে সময়ে কীর্তনখোলা সাহিত্যপত্র ক্ষুদ্র পরিসরে হলেও – যাত্রাটা বেশ অগ্রগণ্যই ছিলো বোধ করি। ঠিক এই ডিজিটাল যুগের শুরুতে (অনলাইন যাত্রায়) কীর্তনখোলা সাহিত্যপত্র পিছিয়ে থাকতে চায় না বলেই অনলাইন যাত্রা। শুরুতেই কীর্তনখোলা হয়তো গতিতে দৌঁড়াতে পারবে না। তবে আমাদের দৃঢ় বিশ্বাস; অদূর ভবিষ্যতে আমরা একটি অনন্য অনলাইন পত্রিকা উপহার দিয়ে বিশ্ব পাঠকদের তুষ্ট করতে ও সংযুক্ত হতে সক্ষম হবো।
বৈশাখ মাসে যেহেতু কীর্তনখোলা সাহিত্যপত্র অনলাইনের যাত্রা, সেহেতু আমরা পহেলা বৈশাখ এবং নববর্ষ নিয়ে কয়েকটি লেখা প্রকাশ করেছি। মুখ্য রচনা হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান -এর ‘বাঙালিত্বই রুখবে জঙ্গিবাদ’ লেখাটি প্রকাশ করতে পেরে আমরা খুশি। পাঠকদের ভালোলাগার মতো গল্প, নিবন্ধ, রম্যরচনা, ভ্রমণ, ঐতিহ্য-সংস্কৃতি বিষয়ক লেখা সন্নিবেশিত করতে চেষ্টা করেছি। ক্রমান্বয়ে ভিন্ন ধারা ও বৈচিত্রের লেখা যুক্ত হতে থাকবে – এ আমাদের প্রতিশ্রুতি।
২৫ বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশত ছাপান্নতম জন্মদিন। প্রবাহমান নদীর মতো রবীন্দ্রনাথ আমাদের আনন্দে-বেদনায়, প্রেমে, বিরহে, সংগ্রামে, স্বাধীনতায়, দ্রোহে-ভালোবাসায়, জাতীয়তা থেকে আন্তর্জাতিকতায়, অসাম্পদ্রায়িক চেতনায় নিত্য-জীবনযাপনে বড় বেশী প্রাসঙ্গিক। তাই, কীর্তনখোলা সাহিত্যপত্র অনলাইন যাত্রা শুরু সংখ্যায় আমাদের শ্রদ্ধাঞ্জলি আমার রবীন্দ্রনাথ এবংরবীন্দ্রনাথের ইহলোক-পরলোক বিষয়ক দুটি লেখা নিবেদন করছি।
প্রিয় পাঠক, আপনার পছন্দের লেখাটি ক্লিক করে পড়ুন, মন্তব্য করুন এবং লিখুন। নতুন লেখকদের খুঁজে বের করাই কীর্তনখোলা সাহিত্যপত্রের অঙ্গীকার।
কীর্তনখোলা অনলাইন সাহিত্যপত্রের নীতিমালা আপলোড করেছি। এটি লেখকদের অনুসরনীয়। ভবিষ্যতে আমরা নীতিমালাটি আরো সুসংহত ও লেখক বান্ধব করতে পারবো বলে আমাদের বিশ্বাস।
সুধী লেখক ও পাঠকদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা অবশ্যই অনলাইন পত্রিকাটি আপনার প্রিয়জন, ই-মেইল বন্ধু, ফেইসবুক বন্ধু এবং পরিচিতজনদের শেয়ার করুন। আপনার পাঠ-প্রতিক্রিয়া জানান, পাঠে আপনার আনন্দ, ভালোলাগা বিনিময় করবেন। অনলাইন পত্রিকা চলমান নদীরই মতো, যতই পাঠ করবেন, যতই ক্লিক করবেন – এর বিস্তৃতি বাড়বে, তরঙ্গ ছড়িয়ে পড়বে দূর-বহুদূর অব্দি।
প্রবাহমান নান্দনিকতায় কীর্তনখোলা সাহিত্যপত্রের সাথে থাকুন সব সময়।
শুভকামনা
সম্পাদক,
কীর্তনখোলা সাহিত্যপত্র অনলাইন প্রকাশনা।