নিনাদ
পিঁপড়াদের ঢিলে একটা হেলিকপ্টার বিধ্বস্ত
দলবেঁধে
ডানার মূলোৎপাটন
খাবলে খাচ্ছে মাংস
দলছুট একটি পিঁপড়া
পেটে ক্ষুধা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরে যাচ্ছে...
বুনন
ড্রামভর্তি মেঘ
কটন মেশিনে
বের হচ্ছে সুতোর মত বৃষ্টি
রোলিং- এ সুন্দর প্যাকেজিং
রোলারগুলো
টেক্সটাইল মিলে গেলে উৎপাদিত হয় নিপুণ শাড়ি
শ্রমিকের ঘাম সাঁতরে
বৃষ্টিনির্মিত শাড়িগুলো ঝুলে থাকে শপিংমলে।
আপেল
ঝরেপড়া আপেল
নিজেই কবর খুঁড়ে
গড়িয়ে পড়ে মাটিচাপা দেয় নিজেকে
ভাই আপেল বোন আপেল
নিরাপদ দূরত্বে
দাঁড়িয়ে দেখে
জীবনের দিকে হেঁটে চলে যাচ্ছে স্বজন।
উত্তরাধিকার
বাবার প্লেটে আলুভর্তার পাশে আস্ত একটা চাঁদ
জোছনা খেতে খেতে বাবা একদিন জোনাকি হয়ে যায়
পোড়ামরিচের অন্ধকারে দৌড়ে
আয়ুরেখা অতিক্রম করেছিল মা
পান্তাভাত আর কাঁচামরিচের পাশে উৎপন্ন শীতকাল
আমার উত্তরাধিকার !
সমুদ্র
বাটিতে করে
সমুদ্র নিয়ে আসি ঘরে
লাফ দেয় ইলিশমাছ
বটি দিয়ে মাছ কাটতে গিয়েদেখি-
সমুদ্রটা
মাঝ বরাবর দুভাগ হয়ে যাচ্ছে…