ব্রক্ষ্মপুত্র পুরাণ
এই আনন্দময় মানবসত্তার প্রায় অর্ধেকটা জুড়ে পাখিমন
পাতাটুনি কিংবা আলতা মুনিয়ার বেশে
উড়ে উড়ে চলে গেছে প্রিয় ব্রক্ষ্মপুত্রের শান্ত জলের পাড় ধরে;
যেতে যেতে দেখেছি এ জলে মিলেছে
দিগন্তপ্রসারী সন্ধ্যার আলো ছায়ায়;
রোদসী দুপুরে তপ্ত হাওয়া কিংবা
শিশিরভেজা রাতের সলমাপসরে।
কুলকুল জলের ছন্দ তখন ভর করেছে আমার পাখায়!
আমি উড়ে চলেছি আমার গণ্ডি পেরিয়ে
জলের বয়ে চলা পথ ধরে!
শুয়ে শুয়ে বয়ে যাওয়া দিহাঙের জল পেরিয়ে আমি
ধীরে ধীরে অগ্রগামী হয়েছি সিয়ংয়ের পাড় বেয়ে;
এরপরই হদিস মিলেছে জাঙপোর রুপালি জলের।
আমি এ জলও পেরিয়ে যাই অবলীলায়,
কৈলাসের চূড়ায় গিয়ে বসি একলা একা।
আমার মুঠোয় তখন জড়ো হয়েছে পৃথিবীর সমস্ত ভালোবাসা;
আমি জানলাম সামনের বিস্তীর্ণ সরোবরে এ জলরাশি
হিমালয়ের পাঁজর ছুঁয়ে ছুঁয়ে বাঁচে।
তখনই এই মানবমন নিজের অজান্তেই খুঁজে বেড়ায়
আমার ফেলে আসা মায়ার বসত,
ব্রক্ষ্মপুত্রের পাড়ঘেঁষা কাশফুল-জীবন।
কদম ফোটে
আমি না পারতে তোর শরণ লই, খুব গোপনে
ও আমার ফুসমন্তর গো
ও আমার অষ্টমীর পুতলা
যখন আষাইঢ়া ঝিলে বিহান নামে
হাইজ্ঞা উজান যায় হওড়ের জলে
মনটা তখন আকুলি-বিকুলি করে, খুব গোপনে
ও আমার দোষের দুশমন
আমি না পারতে তোর শরণ লই গো।
কাঁচা ধানগুলাইন ঐ মাঠে শুকাই
অবুঝ গরুটারে লয়ে ধোয়াই ঘাটে
শাওন মাইস্যা কদম ফোটে মনে তখন,
দুই চোখে জমে কংস গাঙের জল, খুব গোপনে।
ও আমার কপট পড়শী গো
ও আমার পাষাণ পরাইন্যা
আমি না পারতে তোর শরণ লই।
কোজাগরী প্রহর
এ যেন এক জাদুর শহর
কোজাগরী রাত নেমেছে
দু’চোখেতে ঘুম লেগেছে,
ঘুমঘুমিয়ে তারায় তারায়
হয়নি কথা; না হোক তবু,
শান্ত থাকুক এই পৃথিবী
এই গ্রহতেই সুপ্ত থাকুক
ধূলির কণা, আপনজনা।
সলমাজড়ি মিষ্টি আলোয়
চন্দ্রাহত চোখের পাতা
নিবিড় ঘ্রাণে ঘুমলিবধূ
নিষুপ্ত রয় অষ্টপ্রহর
শুয়ে শুয়ে রুপোর জলও
হাওয়ায় মাতে, মধ্যরাতে।
যাপন
আহা বেঁচে থাকা, মধুর জীবনটাকে
অনুভব করি সময়ের বাঁকে বাঁকে।
এই অপরূপ দিনগুলো যায় বয়ে
উড়ছে সময় সুখের অসুখ সয়ে।
আসুক ফিরে এইসব দিন আবার
পাখিমন নিয়ে পথ ভুলে উড়ে যাবার।
আগামীর দিন মোহনীয় আরও হবে
স্বপ্নরা এসে হাতছানি দিয়ে যাবে।
যেটুকু বেদনা সেটুকু যদি গো না রয়
আনন্দে মন রবে না এমন বোধ হয়।
পাগলামী
তোমার আঙুলে নিবিষ্ট আমার গ্রীবা
তারায় তারায় মৌনতায় ডুবি রাত্রিদিবা
চঞ্চলতায় স্থির আমার আমি।
খুব পরিপাটি ভাবনারও আগোছালো
অচেনা দিশায় কেমন করে পা বাড়ালো!
শিহরনে কেঁপে কেঁপে থামি।
মাদকচোখে নিখুঁত হিসাব বেহিসাবি
মনের যত কথার খেলা চোখেতে সবই
লাগছে ভালো তোমার পাগলামি।